লাখো জনতার উপস্থিতিতে রংপুর বিভাগীয় বিএনপির সমাবেশ
নিউজ ডেস্ক :
আজ ২৯ অক্টোবর ২০২২ (শনিবার) দুপুর দুইটা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ দিয়ে বিএনপির বিভাগীয় সমাবেশে যাত্রা শুরু হয়। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা এবং আজ (শনিবার) রংপুর বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
নজরবিহীন বিদ্যুৎ লোডশেডিং, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্য পণ্য মূল্য বৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করা , পুলিশের গুলিতে বিএনপি নেতা কর্মীদের হত্যার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুর বিভাগীয় সমাবেশ লাখো জনতার উপস্থিতি অনুষ্ঠিত হয়। আজকের (শনিবার) মহাসমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:- ময়মনসিংহে বিএনপি’র ৪০০ নেতাকর্মীর নামে মামলা
সমাবেশ করার নামে বিএনপি সারাদেশে চাঁদাবাজি করছে : তথ্যমন্ত্রী
পরিবহন ধর্মঘট থাকার পরেও সকাল থেকেই খন্ড খণ্ড মিছিল নিয়ে আশেপাশের জেলাগুলো থেকে রংপুরের কালেক্টর মাঠে উপস্থিত হতে থাকে বিএনপি নেতা কর্মীরা। সমাবেশে নেতাকর্মীরা আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন। সমাবেশ শুরু হওয়ার ২ ঘন্টা আগেই সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
আজকের সমাবেশেও দেখা যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য একটি খালি চেয়ার রাখা হয়।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ,নজরবিহীন বিদ্যুৎ লোডশেডিং, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্য পণ্য মূল্য বৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করা , দেশব্যাপী পুলিশের গুলিতে বিএনপি নেতা কর্মীদের হত্যার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের (শনিবার) রংপুর বিভাগীয় সমাবেশ সমাপ্ত হয়।
Leave a Reply