নরসিংদীতে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বিশেষ অভিযান
নিউজ ডেস্ক:
নরসিংদীর ঐতিহ্যবাহী পুটিয়া বাজারে আজ (শনিবার) বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ( রেস্কিউ টিম) নরসিংদী কর্তৃক এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আবদুল্লাহ অ্যাস সাদিক স্যারের নির্দেশনায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট রেস্কিউ টিম নরসিংদী, আজ শনিবার নরসিংদী জেলার জনপ্রিয় পশুপাখি বিক্রয় হাট পুটিয়া বাজারে অভিযান পরিচালনা করেন।
আজকের অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ( রেস্কিউ টিম) নরসিংদী কমিটির আহবায়ক আজিজুল হক ভূঁইয়া। এ সময় সাথে আরো কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের অভিযানে বিভিন্ন রকম দেশীয় পাখি (জল ময়ূর, শালিক, ঘুঘু, টিয়া,মদনা টিয়া,বক, বালু হাস) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশীয় পাখি অভিযান শেষে বন্যপ্রাণী অধিদপ্তরে কাছে হস্তান্তর করা হয়।
আরো পড়ুন:- নরসিংদী জেলায় জেলা প্রশাসকের বিশেষ অভিযান
কিছু অসাধু ব্যবসায়ী বারবার সতর্ক করে আসার পরেও তারা প্রকাশ্যে এ অপরাধ করে আসছে।গত শনিবার ও এই বাজারে অভিযান পরিচালনা করেছিল বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট নরসিংদী। এবং বিপুল পরিমাণে দেশি ও পাখি জব্দ করা হয়। এবং ব্যবসায়ী ও স্থানীয় সকলকেই সতর্ক করা হয় পরবর্তীতে বন্যপ্রাণী শিকার,ধরা,মারা,ক্রয়-বিক্রয়,পাচার করা থেকে বিরত থাকার জন্য।
সংবিধানের ১৮ ক দ্বারা অনুযায়ী “দেশীয় পাখি বা পরিযায়ী পাখি শিকার, হত্যা, আটক, কয়-বিক্রয় বা পরিবহন করলে সর্বোচ্চ ২ (দুই) বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ২ (দুই) লক্ষ টাকার জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ( রেস্কিউ টিম) নরসিংদী কমিটির আহবায়ক আজিজুল হক ভূঁইয়া বলেন আমাদের অভিযান এভাবেই চলতে থাকবে, সবাই সচেতন হন এবং তথ্যদিয়ে সহযোগিতা করুন।
এইদেশ আমাদের, প্রকৃতিকে রক্ষা করার দায়িত্বও আমাদের।
বন্যপ্রাণী প্রকৃতির আধার
রক্ষার দায়িত্ব আপনার আমার সবার।
বন্যপ্রাণী শিকার, ধরা, মারা, ক্রয়-বিক্রয়, পাচার, দখলে রাখা বা খাওয়া দণ্ডনীয় অপরাধ।
আসুন নিজের সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
নরসিংদীতে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বিশেষ অভিযান
Good
Good
খুবই ভালো কাজ