ইংলিশ ক্রিকেটার স্যাম কুরান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) সবচেয়ে দামি ক্রিকেটার হিসাবে নিলামে উঠেছেন।
পাঞ্জাব কিংস স্যাম কুরান কে ১৮.৫ কুটি রুপি ($২.২২ মিলিয়ন) তে কিনে নিয়েছে যা বলা যায় আইপিএলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেটার।
শুক্রবার ভারতের কুচিতে এবারের আইপিএলের (IPL) নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এবারে নিলামে আগের একাধিক রেকর্ড ভাঙ্গা হয়েছে।
আইপিএলের নিলামের রেকর্ড ভাঙার ক্ষেত্রে ইংরেজ এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা প্রধান সুবিধা ভোগ করেছে।
পাঞ্জাব কিংসের রেকর্ড ব্রেকিং ফি এর আগে ২৪ বছর বয়সী ইংলিশ ক্রিকেটার স্যাম কুরান এর জন্য ছয়টি ফ্রেন্সাইজি বিট করেছিল।
স্যাম কুরান এর আগের ২০১৭ সালে আই পি এল মৌসুমে পাঞ্জাবি কিংস এর হয়ে দলের সাবেক নাম কিংস ইলেভেন পাঞ্জাবের অধীনে খেলেছিলেন।
এবার নিলামে অন্য ক্রিকেটারদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন গ্রীন, যিনি মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিতে ১৭.৫ কোটি (প্রায় $২.১মিলিয়ধ)এবং ইংল্যান্ড দলের পুরুষ টেস্ট অধিনায়ক ব্রেন স্ট্রোক্স যাকে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি ১৬.২৫ কোটি ($১.৯৫মিলিয়ন) দিয়ে কিনেছেন।
২০০৭ সালে চালু হওয়া, আইপিএল হলো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেট আসর। যারা প্রচুর অর্থের চুক্তিতে বিশ্বের সেরা ক্রিকেটারদের আকর্ষণ করে থাকে।
আইপিএল বছরে দুই মাসের বেশি কিছু সময় ধরে চলে। বিশ্বব্যাপী ক্রিকেট আসরের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট আসর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট আইপিএল।
এবারের আইপিএল (IPL) ২০২৩ মৌসুম ২০ মার্চ শুরু হবে এবং মে মাস পর্যন্ত চলবে।
মেট্রো রেল : প্রধানমন্ত্রীর সফরের পর থেকে টিকিট বিক্রি শুরু
বিএনপি মহাসচিব ফখরুল এবং আব্বাস ফের জামিন চান
ক্রিস্টিয়ানো রোনালদো প্রতারিত হয়েছেন ক্লাব ম্যানস্টার ইউনাইটেড থেকে
নরসিংদীতে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বিশেষ অভিযান
হিজাব ইস্যু তে বিক্ষোভকারী কে মৃত্যুদণ্ড
Leave a Reply