আবারো বাড়লো স্বর্ণের দাম ২ হাজার ৩শ ৩৩ টাকা প্রতি ভরি।
নিউজ ডেস্ক:
দেশের বাজারে আবারো বাড়লো স্বর্ণের দাম।স্বর্ণের দাম ভরি প্রতি ২ হাজার ৩শ ৩৩ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন “বাংলাদেশ জুয়েলার্স সমিতি “বাজুস”।
বাংলাদেশ স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস জানায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম পড়বে বর্তমান বাজার অনুযায়ী প্রতি ভরি স্বর্ণ ৮২ হাজার ৪৬৫ টাকা এবং ২১ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি দাম পড়বে ৭৮ হাজার ৭৩২ টাকা ।
বাংলাদেশ স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন “বাজুর্স” জানায় স্বর্ণের নতুন দাম আজ রবিবার (১৩ নভেম্বর ২০২২) থেকে কার্যকর হবে স্বর্ণের নতুন মূল্য তালিকা।
স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ১৫১৬ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ১৪৩৫ ধরে বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতিতে রুপা বিক্রি হবে ৯৩৩ টাকায়।
এর আগে সবশেষ ২৪ অক্টোবর দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয় ১ হাজার ১৬৫ টাকা কমানো হয়েছিল।
আরো পড়ুন:- মেধা পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে তরুণরাই :জয়
চাকরি হারাতে পারে ফেসবুকের কয়েক হাজার কর্মী
FlrameHoster দিচ্ছে আপনাকে স্বল্পমূল্যে Domain & Hosting
BLOOD GROUP TEST || রক্তের গ্রুপ নির্ণয়
Good