1. ourpositivebangladesh@gmail.com : Ourpositive Bangladesh : Ourpositive Bangladesh
হিজাব ইস্যু তে বিক্ষোভকারী কে মৃত্যুদণ্ড | আমাদের পজিটিভ বাংলাদেশ
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৮:৫৯ অপরাহ্ন
নোটিস :
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন 01521725591 অথবা what's up মেসেজ করুন

হিজাব ইস্যু তে বিক্ষোভকারী কে মৃত্যুদণ্ড

  • প্রকাশ কাল : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৪০২ বার দেখা হয়েছে
হিজাব ইস্যুতে বিক্ষোভকারী কে মৃত্যুদণ্ড

হিজাব ইস্যু তে বিক্ষোভকারী কে মৃত্যুদণ্ড

ইরানের চলমান পোশাকে স্বাধীনতার দাবিতে আন্দোলনের (হিজাব ইস্যু) দায়ে প্রথম কোন ব্যক্তি কে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছে আদালত।

 

গতকাল সোমবার ইরানের একটি আদালত  এই মৃত্যুদন্ডের আদেশ দেওয়া হয়।এছাড়াও আরো৫ জনকে দেওয়া হয় ৫ থেকে ১০হাজার টাকা অর্থদণ্ড।

 

দেশটিকে ঘিরে থাকা বিক্ষোভে অংশ নেওয়ার জন্য গ্রেফতার হওয়া একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের আদালত বলে গণমাধ্যমে প্রকাশক হয়েছে।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম প্রকাশ করা হয়নি, ইরানের সরকারি একটি প্রতিষ্ঠানের আগুন লাগানোএবং মহান  আল্লাহর বিরুদ্ধে বিরোধ করার অভিযোগে দোষী ছিলেন।

 

ইরানের অন্য একটি আদালত দেশের জাতীয় নিরাপত্তা এবং জনসৃঙ্খলা বঙ্গের অভিযোগে পাঁচ জনকে পাঁচ থেকে ১০ হাজার টাকা অর্থদণ্ড

নরওয়ে ভিত্তিক একটি গণমাধ্যম জানিয়েছেন সরকারি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে কমপক্ষে ২০জনের মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।

 

হিজাব বিরোধী বিক্ষোভে বিক্ষোভকারীরা ১৪০টি শহরের ও বেশি শহরে ছড়িয়েছে বলে জানা গেছে

এবং এক দশকেরও বেশি সময়ের মধ্যে ইসলামিক প্রজাতন্ত্রের জন্য সবচেয়ে হুমকির চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

আরো পড়ুন:- সর্বাত্মক যুদ্ধের আহ্বান জানালেন হামাস

ইরানে মানবাধিকার সংস্থার মতে, নিরাপত্তা বাহিনীর দমন অভিচানে ৩২৬ জন বিক্ষুবকারী নিহত হয়েছে।

এরমধ্যে ৪৩ শিশু এবং ২৫ নারী নিহত হয়েছে। এতে ৩৯ জন নিরাপত্তা কর্মী মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

যারা অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন জাতীয় নিরাপত্তা ব্যাহত করে,

এবং কাউকে হত্যা করে তারা কখনো ক্ষমা পেতে পারেনা বলে অভিযোগ করেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন।

 

ইরানের পার্লামেন্টের ২৯০ জন সদস্যের মধ্যে 172 জন সদস্য প্রতিশোধমূলক ন্যায় বিচারের আহবানে সাড়া দিয়েছে।

ইরানের নেতারা ধারণা করছেন হিজাব বিরোধী বিক্ষোভকে দেশটির বিদেশী শত্রুদের দ্বারা প্ররোচিত “দাঙ্গা”।

 

তথ্যসূত্র

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর
Copyright (c) 2022 ourpositivebangladesh.com
Design & Development By MD Arafat Rahman