ক্রিস্টিয়ানো রোনালদো প্রতারিত হয়েছেন ক্লাব ম্যানস্টার ইউনাইটেড থেকে
নিউজ ডেস্ক:
ফুটবল বিশ্বে একজন জনপ্রিয় তারকা ফুটবলার রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো একজন পর্তুগিজ প্রেসাদার ফুটবলার। যিনি প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানস্টার ইউনাইটেড এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে ফরোয়ার্ড হিসেবে খেলে থাকেন।
রোনালদো বিশ্বের অন্যতম একজন সেরা খেলোয়াড়। রোনালদো চারটি ইউরোপিয়ান গোল্ডেন শো এবং পাঁচটি ব্যালন ডি’অর জেতার অর্জন রয়েছে। ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সর্বাধিক গোলের রেকর্ড ১২ টি রয়েছে রোনালদো দখলে এবং চ্যাম্পিয়ন্সলিগে ১৩৪ গোলের রেকর্ড ও রয়েছে রোনালদোর দখলে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব ও ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন টিম ম্যানেজার এরিক টেন হাগের এর কাছ থেকে সম্মান না পাওয়ায় তার প্রতিও শ্রদ্ধাবোধ নেই রোনালদোর এমনটাই অভিযোগ করেছেন এই তারকা ফুটবলার। শুধু ক্লাবের ম্যানেজার নয় অন্যদের কাছ থেকেও প্রতারণা শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন চলতি মৌসুমের বেশিরভাগ সময়ে বেঞ্চে বসে কাটাতে হয়েছে এই পর্তুগিজ তারকা ফুটবলার রোনালদো কে। গত মাসে টটেনহ্যাম হটস্পার এর বিপক্ষে মাঠে না নামানোর কারণে মাঠ ছেড়ে চলে যান, তার এরকম আচরণে পরের ম্যাচে একাদশে রাখেন নি কোচ।
আরো পড়ুন:- বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২২
FlrameHoster দিচ্ছে আপনাকে স্বল্পমূল্যে Domain & Hosting
বিশ্বকাপ ২০২২ ব্রাজিল টিমের শুভেচ্ছা plp file ফাইল ডাউনলোড করুন এখান থেকে
Leave a Reply