BLOOD GROUP TEST || রক্তের গ্রুপ নির্ণয়
আমরা যারা গ্রুপিং করি রক্তের গ্রুপ নির্ণয় করি তাদের এই বিষয়টি জানা খুবই জরুরী দরকার।
রক্তের গ্রুপিং করার সময় কিভাবে বুঝবেন কোন গ্রুপের রক্ত এ বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব।
রক্তের গ্রুপ নির্ণয় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে এন্টিজেন।
এন্টিজেন (antigen) তিন ধরনের হয়ে থাকে।
১. এন্টিজেন এ(antigen A) নীল কালার
২. এন্টিজেন বি(antigen B) হলুদ কালার এবং
৩. এন্টিজেন ডি(antigen D) সাদা কালার।
Blood Lancets বা পিন (আঙুল ফুটা করা জন্য)
স্লাইড (রক্তের ০৩ ফোটা নেয়ার জন্য)
এখন কিভাবে বুঝলেন ব্লাড গ্রুপ কি??
স্লাইডে ৩ ফোটা রক্ত নেয়ার পর ক্রমান্বয়ে Antigen-A , Antigen-B & Antigen-D দেয়ার পর একটু এগুলো আলাদা আলাদা মিক্সড করবেন। এমনভাবে মিক্সড করতে হবে যাতে করে একটার সাথে আরেকটা মিশে না যায়।
মিক্সড করার পর নির্ণয় করতে হবে এটা কোন গ্রুপের রক্ত (A+,A-,B+,B-,O+,O-,Ab+,Ab-)।Antigen-A , Antigen-B দ্বারা বুঝা যাবে এটা কোন গ্রুপের রক্ত। এবং Antigen-D দ্বারা বুঝা যাবে রক্তের গ্রুপ কি পজেটিভ নাকি নেগেটিভ।
আরো পড়ুন:-নিয়মিত রক্তদানের উপকারিতা
Antigen-D যদি ফেটে যায় তাহলে পজিটিভ আর Antigen-D যদি না ফাটে তাহলে নেগেটিভ গ্রুপের রক্ত।
এখন Antigen-A ফেটে যায় Antigen-B না ফাটে তাহলে এটা A গ্রুপের রক্ত।Antigen-D যদি ফেটে যায় তাহলে রক্তের গ্রুপ হবে A+।Antigen-D যদি না ফাটে তাহলে রক্তের গ্রুপ হবে A- ।
Antigen-A , Antigen-B & Antigen-D তিনটাই যদি ফেটে যায় তাহলে রক্তের গ্রুপ Ab+।
যদি এন্টিজেন (A,B&D)একটাও না ফাটে তাহলে রক্তের গ্রুপ O-।
Antigen-D ফেটে যায় এবং Antigen-A , Antigen-B না ফাটে তাহলে রক্তের গ্রুপ হবে O+ ।
আরো ভালো করে বুঝার জন্য নিচের ছবিটি লক্ষ্য করুন।
good
thanks
🥰🥰🥰
❤️❤️❤️
Good
nice post