নিউজ ডেস্ক :
ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় চালানের মেশিনারি পণ্য নিয়ে বিদেশি জাহাজ এসছে মোংলা বন্দরে। বৃহস্পতিবার বিকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এসব মালামাল নিয়ে দক্ষিণ আফ্রিকার পতাকাবাহী ‘এমভি আনকা সান’ জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে।
সন্ধ্যায় ৬০১ প্যাকেজে ১ হাজার ৫৮৯ দশমিক ৬৪৩ মেট্রিকটন মেশিনারি পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। বিদেশি এই জাহাজ রাশিয়ার ‘নোভোরসিস’ বন্দর থেকে গত ৩০ সেপ্টেম্বর মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। এর আগে ১ আগস্ট তিন হাজার ৩২৮ মেট্রিকটন এবং ১১ সেপ্টেম্বর ৯৭৮ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে আরও দুটি জাহাজ এই বন্দরে আসে। মোংলা বন্দর কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে আসা বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং এজেন্টের ব্যবস্থাপক সাধন কুমার চক্রবর্তী জানান, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় চালান। এ চালানে ৬০১ প্যাকেজে এক হাজার ৫৮৯ দশমিক ৬৪৩ মেট্রিকটন মেশিনারি পণ্য এসেছে। সন্ধ্যা থেকে এসব পণ্য খালাস চলছে। এরপর সেগুলো শুক্রবার সকাল থেকে সড়ক পথে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পাঠানো হবে।
Leave a Reply