1. ourpositivebangladesh@gmail.com : Ourpositive Bangladesh : Ourpositive Bangladesh
মেট্রো রেল : প্রধানমন্ত্রীর সফরের পর থেকে টিকিট বিক্রি শুরু | আমাদের পজিটিভ বাংলাদেশ
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৭:৪৭ অপরাহ্ন
নোটিস :
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন 01521725591 অথবা what's up মেসেজ করুন

মেট্রো রেল : প্রধানমন্ত্রীর সফরের পর থেকে টিকিট বিক্রি শুরু

  • প্রকাশ কাল : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৪১৩ বার দেখা হয়েছে
মেট্রো রেল
২৮ ডিসেম্বর মেট্রো রেল কর্তৃপক্ষ দেশে প্রথম একক এবং একাধিক যাত্রীর টিকেট কার্ড বিক্রি শুরু করার পরিকল্পনা করছে

মেট্রো রেল : প্রধানমন্ত্রীর সফরের পর থেকে টিকিট বিক্রি শুরু

 

২৮ ডিসেম্বর মেট্রো রেল কর্তৃপক্ষ দেশে প্রথম একক এবং একাধিক যাত্রীর টিকেট কার্ড বিক্রি শুরু করার পরিকল্পনা করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেট্রোরেল পরিষেবাটি উদ্বোধন করবেন, প্রধানমন্ত্রী প্রথম টিকিট কিনবেন এবং কর্তৃপক্ষ পরিকল্পনা অনুসারে সাইটে ছেড়ে যাওয়ার পরে জনসাধারণের কাছে টিকিট বিক্রি শুরু করবে।

২৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ম্যাস রেপিড ট্রানজিট লাইন-৬ উদ্বোধনের পর তিনি মেট্রোরেলে করে আগারগাঁও থেকে উত্তরা যাবেন।

কর্তৃপক্ষ কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পরের দিন থেকে মানুষ মেট্রোরেলে যাতায়াত করতে পারবে, বাস্তবায়নকারী ও পরিচালন সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক বলেছেন।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ গতকাল পরামর্শদাতা, বিশেষজ্ঞ এবং জাইকার কর্মকর্তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগে প্রস্তুতি পর্যালোচনা করছেন।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ সকল ধরনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর বিদায়ের পর কার্ড বিষয়ে সিদ্ধান্ত এস এস এফ এর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

যারা স্টেশন থেকে একক ব্যবহারের কার্ড কিনবেন তাদের যাত্রার পরে ছেড়ে দিতে হবে কার্ড গুলি একটি ডেন্ডিং মেশিনে এবং একটি বুথ থেকে বিক্রি করা হবে।

একজন যাত্রী 10 বছর মেয়াদী কার্ড ক্রয় করতে পারবেন। এই কাজের জন্য যাত্রীর নিবেদন করতে হবে এবং ৪০০ টাকা নিবন্ধন ফ্রি দিতে হবে।

৪০০ টাকার মধ্যে ২০০ টাকা জমা টাকা হিসেবে ব্যবহার করা হবে এবং ২০০ টাকার ভ্রমণের জন্য ব্যবহার করা যেতে পারে।
একজন যাত্রী সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কার্ডে জমা রাখতে পারবে।

যাত্রীরা কার্ড ফেরত দিতে চাইলে কার্ডে যৌন টাকা ফেরত পাবে বলে ও জানান সিদ্দিক।

আপাতত মানুষকে নগদ অর্থ দিয়ে কার্ড কিনতে হবে। মেট্রো রেল কর্তৃপক্ষ মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী বিভিন্ন সংস্থার সাথে কাজ করছে যাদের যাত্রীরা মোবাইল লেনদেনের মাধ্যমে কার্ডগুলি কিনতে পারে।

২৯ ডিসেম্বর থেকে প্রথম কয়েকদিন মেট্রো রেল সকালে দুই ঘন্টা এবং সন্ধ্যায় ২ ঘন্টা করে চলবে বলে জানান সিদ্দিক। ধীরে ধীরে সময় বাড়বে বলেও জানান তিনি।

এদিকে সড়ক পরিমান ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নুরি গতকাল উত্তরা উত্তর স্টেশন এলাকা পরিদর্শন করেছেন কোথায় উদ্বোধনের ফলোক লাগানো যায় এবং একটি অনুষ্ঠান করা যেতে পারে তা কর্মকর্তারা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে ও মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের প্রস্তুতির কথা জানিয়ে দিয়েছেন।

আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল ১১.৭৭ কিলোমিটার অংশ খুলে দেওয়া হবে এবং আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বাকি আট কিলোমিটার আগামী ডিসেম্বর এর মধ্যে চালু হবে।

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বাকি এক কিলোমিটার ২০২৫ সালের জুনের মধ্যে উদ্যোগ দান করা হবে।

 

বিএনপি মহাসচিব ফখরুল এবং আব্বাস ফের জামিন চান

এনআইডি প্রকল্প হাতছাড়া হচ্ছে নির্বাচন কমিশনের হাত থেকে

তরুণদের পরামর্শ দেওয়ার বিষয়ে রসিকতা করছেন শাহরুখ খান

শেয়ার করুন

One response to “মেট্রো রেল : প্রধানমন্ত্রীর সফরের পর থেকে টিকিট বিক্রি শুরু”

  1. Ariful says:

    Good news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর
Copyright (c) 2022 ourpositivebangladesh.com
Design & Development By MD Arafat Rahman
মেট্রো রেল