1. ourpositivebangladesh@gmail.com : Ourpositive Bangladesh : Ourpositive Bangladesh
মেট্রোরেল নতুন করে আরো ৬ লাইনের পরিকল্পনা : ওবায়দুল কাদের | আমাদের পজিটিভ বাংলাদেশ
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিস :
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন 01521725591 অথবা what's up মেসেজ করুন

মেট্রোরেল নতুন করে আরো ৬ লাইনের পরিকল্পনা : ওবায়দুল কাদের

  • প্রকাশ কাল : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৮১ বার দেখা হয়েছে
মেট্রোরেল

মেট্রোরেল নতুন করে আরো ৬ লাইনের পরিকল্পনা : ওবায়দুল কাদের

২০৩০ সালের মধ্যে ঢাকায় ৬ টি মেট্রোরেল লাইন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।একই সঙ্গে ঢাকার বাইরে চট্টগ্রামে সম্ভব্যতাযাচাই-বাছাই চলছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবের মন্ত্রণালয় সবকক্ষে সাংবাদিকের সঙ্গে মতবিনিয়ন করার সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

মন্ত্রী বলেন সালমান সংকটকালে আমরা বড় প্রকল্পের কাজ হাতে নিতে পারবো না। মেট্রোরেলস প্রকল্প ছিল অনেক আগের নেওয়া। ঢাকা এবং চট্টগ্রামে আরও দুটি সার্ভিস লেন হবে। আগামী বছর এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্ধেকটা ওপেন করতে পারবো।

মেট্রোলের ভাড়া নিয়ে সাংবাদিকের প্রশ্নের যোগাবে মন্ত্রী বলেন, আমি একটি কথাই বলবো মেট্রোলের ভাড়া নিয়ে কোন সমস্যা হবে না। এখন রিসকাই উঠলেই ২০ টাকা ভাড়া লাগে। আগারগাঁওয়ের মেট্রোলের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এ সরকারের মেয়াদেই মতিঝিল পর্যন্ত মেট্রো রেল উদ্বোধন করা হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের মেট্রোরেল থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও কলকাতার মেট্রোরেলের চেয়েও অনেক আধুনিক। মেট্রোরেল চলাচলের সময় কোন শব্দ দূষণ হবে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বর্তমানে নানা সংকটে সম্ভবনায় রূপ দেয়াই হচ্ছে এ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। যাতায়াত ব্যবস্থা আরো সুন্দর করতে বিভিন্ন রাস্তার উন্নয়নে সারাদেশেই নানা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জব হয়েছে মন্ত্রী বলেন, বিএনপি কর্মী ছিলেন নামের সহযোগিতা করবে আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো? আমরা সতর্ক পাহারায় থাকবো। বিএনপির পূর্ব ঘোষিত তিরিশ ডিসেম্বর গণ মিছিলের দিন আওয়ামী লীগ সতর্ক পাহারা থাকবে বলে জানান তিনি।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে। আওয়ামী লীগ পিছিয়ে রয়েছে। আমরা কোন হস্তক্ষেপ করি নাই। তবে কেন আওয়ামী লীগ প্রার্থী পিছিয়ে রয়েছে তার প্রতি দেখা হচ্ছে। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে দলের নেতারা কাজ করেননি এমন প্রমাণ পেলে এক সপ্তাহের মধ্যে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া ওবায়দুল কাদের বলেন, রংপুর এরশাদ সাহেবের প্রভাবিত এলাকা সেখানে আমাদের দলীয় প্রার্থী পিছে বলে আমরা কোন হস্তক্ষেপ করিনি। তবে এই হেরে যাওয়ার ঘটনায় দুর্বলতা খুঁজতে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (এবিএম) মন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সব কেন্দ্রে ইলেকট্রনিক বুকিং মেশিন দিয়ে ভোট হলেও আওয়ামী লীগের কোন সমস্যা নেই, না হলেও কোন সমস্যা নেই। এবিএম স্বপ্ন নির্বাচনী কেন্দ্রে থাকবে কিনা সেটি নির্বাচন কমিশনারের সিদ্ধান্তের বিষয়। আওয়ামী লীগের দাবি সব কেন্দ্রে এবিএম এ নির্বাচন হোক।

বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকা শহরে প্রথমবারের মতো মেট্রোরেল উদ্বোধন করা হয়। বুঝিনি যাত্রায় প্রথম যাত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহেনা। এবং সাথে মন্ত্রী পরিষদের সদস্য সহ নানা শ্রেণী-পেশার ২৮৫ জন যাত্রী।

 

মেট্রো রেল : প্রধানমন্ত্রীর সফরের পর থেকে টিকিট বিক্রি শুরু

বিএনপি মহাসচিব ফখরুল এবং আব্বাস ফের জামিন চান

তরুণদের পরামর্শ দেওয়ার বিষয়ে রসিকতা করছেন শাহরুখ খান

IPL (2023) নিলামের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্যাম কুরান

Facebook Page

তথ্যসূত্র

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর
Copyright (c) 2022 ourpositivebangladesh.com
Design & Development By MD Arafat Rahman