1. ourpositivebangladesh@gmail.com : Ourpositive Bangladesh : Ourpositive Bangladesh
বাংলাদেশ জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট প্রধান
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৭:১১ অপরাহ্ন
নোটিস :
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন 01521725591 অথবা what's up মেসেজ করুন

বাংলাদেশ জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট প্রধান

  • প্রকাশ কাল : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৭২ বার দেখা হয়েছে
বাংলাদেশ জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট প্রধান 

বাংলাদেশ জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট

মধ্যপ্রাচ্যের ইহুদি রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের বিভিন্ন ভূখণ্ড কয়েক দশক ধরে দখল করে রেখেছে। এই অবৈধ দখলদারিত্বের কারণে ইসরায়েলকে কী ধরনের আইনি পরিনতির সম্মুখীন হতে হবে সেই বিষয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইজিসে) মতামত জানতে জাতিসংঘের একটি প্রস্তাব উত্থাপন করে।

এ প্রস্তাবের পক্ষে বাংলাদেশসহ বিশ্বের ৮৭ টি দেশ ভোট দিয়েছে। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ২৬ টি দেশ। এবং ভোট দেওয়া থেকে বিরত ছিল ৫৩ টি দেশ।

সর্বোচ্চ ভোট পাওয়া যায় জাতিসংঘের এই প্রস্তাবটি পাশ হয়েছে এবং প্রস্তাব পাশ হওয়া কে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। সেই সঙ্গে ফিলিস্তিন এ প্রস্তাব পাশ হওয়াকে নিজেদের বিজয় হিসেবেও উল্লেখ করেছেন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে এর মাধ্যমে ইসরায়েলের অপরাধ উন্মোচিত হবে।

তবে আইসিজে যে মতামত দেবে গুরুত্বের বিচারে তা যথেষ্ট হলেও সেটি বাস্তবায়নের ক্ষমতা আইসিজের নেই।

বাংলাদেশ সহ ফিলিস্তিনের পক্ষে যেসব দেশে ভোট দিয়েছে : ১সেনেগাল,2সিয়েরা ,৩লিয়ন, ৪সিঙ্গাপুর, ৫স্লোভেনিয়া,৬ সোমালিয়া,৭ দক্ষিণ আফ্রিকা,৮ শ্রীলঙ্কা,৯ সুদান,১০ সিরিয়া,১১ তাজিকিস্তান,১২ ত্রিনিদাদ এন্ড টোবাগো,১৩ তিউনিসিয়া,১৪ তুর্কি,,১৫ উগান্ডা,১৫ সংযুক্ত আরব আমিরাত,১৬ ভিয়েতনাম,১৭ ইয়েমেন,১৮ জাম্বিয়া ,১৯ কলম্বিয়া,২০ কিউবা,২১ উত্তর কোরিয়া,২২ জিবোতি,২৩ মিসর,২৪ এল সালভাদর,২৫ গ্যাবন,২৬ গ্রেনাডা,২৭ গিনি,২৮ গিনি-বিসাউ,২৯ গায়ানা,৩০ ইন্দোনেশিয়া,৩১ ইরান,৩২ ইরাক,৩৩ আয়ারল্যান্ড,৩৪ জ্যামাইকা,৩৫ জর্ডান,৩৬ কাজাখস্তান,৩৭ কুয়েত,৩৮ কিরগিজস্তান,৩৯ লাউস,৪০ ব্রুনাই দারুসালাম,৪১ কম্বোডিয়া,৪২ চিলি,৪৩ চীন,৪৪ লেবানন,৪৫ লেসোতো,৪৬ লিবিয়া,৪৭ লুক্সেমবার্গ,৪৮ মালয়েশিয়া,৪৯ মালদ্বীপ,৫০ মালি,৫১ মাল্টা,৫২ মরিশানিয়া,৫৩ মরিশাস,৫৪ মেক্সিকো,৫৫ মঙ্গোলিয়া,৫৬ আলজেরিয়া,৫৭ অ্যাঙ্গোলা,৫৮ আর্জেন্টিনা,৫৯ আর্মেনিয়া,৬০ আজারবাইজান,৬১ বাহামাস,৬২ বাহরাইন,৬৩ বার্বাডোস,৬৪ বেলজিয়াম,৬৫ বেলিজ, ৬৬বলিভিয়া,৬৭ বসতওয়ানা,৬৮ মরক্কো,৬৯ মোজাম্বিক,৭০ নামিবিয়া,৭১ নিকারুগুয়া,৭২ নাইজেরিয়া,৭৩ ওমান,৭৪ পাকিস্তান,৭৫ প্যারাগুয়ে,৭৬ পেরু,৭৭ পোল্যান্ড,৭৮ পর্তুগাল,৭৯ কাতার,৮০ রাশিয়া,৮১ সেন্ট কিটস-নেভিস,৮২ সেন্ট লুসিয়া, ৮৩সেন্ট ভিনসেন্ট, ৮৪সৌদি আরব,৮৫ জিম্বাবুয়ে,৮৬ তুর্কমেনিস্তান এবং ৮৭ বাংলাদেশ

প্রস্তাবের বিপক্ষে ২৬টি দেশের মধ্যে রয়েছে, ১ যুক্তরাষ্ট্র,২ আলবেনিয়া,৩ অস্ট্রেলিয়া,৪ অস্ট্রিয়া,৫ কানাডা,৬ কোস্টারিকা,৭ চেক রিপাবলিক,৮ এস্তোনিয়া,৯ জার্মানি,১০ হাঙ্গেরি,১১ গুয়েতেমালা,১২ ইসরায়েল,১৩ ইতালি,১৪ কেনিয়া,১৫ লাইবেরিয়া,১৬ লিথুয়ানিয়া,১৭ মার্শাল দ্বীপপুঞ্জ,১৮ মাইক্রোওশেনিয়া,১৯ নাউরু,২০ পালাউ,২১ পাপুয়া নিউ গিনি,২২ রোমানিয়া,২৩ যুক্তরাজ্য,2৪ এস্তোনিয়া,২৫, চেক,২৬নিউ গিনি।

এছাড়া ভোটদানে বিরত থাকা ৫৩টি দেশ হচ্ছে, ১ অ্যানডোরা,২ বেলারুশ,৩ বসনিয়া,৪ বুলগেরিয়া,৫ বুরুন্ডি,৬ ক্যামেরুন,৭ আইভরি কোস্ট,৮ সাইপ্রাস,৯ ডেনমার্ক,১০ ডমিনিকান রিপাবলিক,১১ ইকুয়েডর,১২ ইরিত্রি,১৩ ইথিওপিয়া,১৪ ফিজি,১৫ ফিনল্যান্ড,১৬ ফ্রান্স,১৭ জর্জিয়া,১৮ ঘানা,১৯ গ্রিস,২০ হাইতি,২১ হন্ডুরাস,২২ আইসল্যান্ড,২৩ ভারত,২৪ জাপান,২৫ কিরিবাতি,২৬ লাটভিয়া,২৭ লিশচেনস্তেন,২৮ মালাই,২৯ সামোয়া,৩০ সান মারিনো,৩১ সার্বিয়া,৩২ স্লোভাকিয়া,৩৩ সলোমন দ্বীপপুঞ্জ,৩৪ দক্ষিণ সুদান,৩৫ স্পেন,৩৬ সুইডেন,৩৭ সুইজারল্যান্ডস,৩৮ থাইল্যান্ড,৩৯ তানজানিয়া,৪০ উরুগুয়ে ৪১ ভানুয়াতু,৪২ মোনাকো,৪৩ মন্তেনেগ্রো,৪৪ মিয়ানমার,৪৫ নেদারল্যান্ডস,৪৬ নিউজিল্যান্ড,৪৭ নরওয়ে,৪৮ পানামা,৪৯ ফিলিপাইন,৫০ দক্ষিণ কোরিয়া,৫১ মলদোভা,৫২ রুয়ান্ডা ৫৩ ইথিওপিয়া।

 

বই উৎসব উদ্বোধন করলেন : প্রধানমন্ত্রী

বিএনপি পাকিস্তান মার্কা নির্বাচন চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেল নতুন করে আরো ৬ লাইনের পরিকল্পনা : ওবায়দুল কাদের

IPL (2023) নিলামের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্যাম কুরান

মেট্রো রেল : প্রধানমন্ত্রীর সফরের পর থেকে টিকিট বিক্রি শুরু

তথ্যসূত্র

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর
Copyright (c) 2022 ourpositivebangladesh.com
Design & Development By MD Arafat Rahman