ইতালিতে প্রধানত দুই শ্রেণীতে শ্রমিক নিবে “সিজনাল এবং নন-সিজনাল”। সিজনাল শ্রেণীতে ৪৪ হাজার শ্রমিক নিবে এর মধ্যে ২২ হাজার শ্রমিক নিবে শুধু কৃষিকাজ করার জন্য।
যারা কৃষি কাজ করতে আগ্রহী তারা সিজনাল কৃষি কোঠায় অনলাইনে আবেদন করতে পারেন। এবং অনরা অন্যান্য সিজনাল কোঠায় অনলাইনে আবেদন করতে পারবেন।
গ্রীষ্ম মৌসুমে ইতালিতে কৃষি কাজের জন্য প্রচুর পরিমাণে শ্রমিক প্রয়োজন হয়। এছাড়া হোটেল, রেস্টুরেন্ট এবং অন্যান্য খাতে শ্রমিকের প্রয়োজন হয়ে থাকে দেশটিতে।এসব খাতে সিজনাল শ্রমিকরা গড়ে এক থেকে দেড় লক্ষ টাকা আয় করতে পারে প্রতি মাসে।
নন-সিজনাল কোটায় ৩৮ হাজার ৭০৫ জন শ্রমিক নেবে ইতালি। এই শ্রেণীতে দক্ষ শ্রমিকদের নিয়োগ দেওয়া হবে। যেমন: ভারি যানবাহন চালক, অবকাঠামো নির্মাণ শ্রমিক, জাহাজ নির্মাণ শ্রমিক, টেলিযোগাযোগ শ্রমিক, খাদ্য সরবরাহ ও ব্যবস্থাপনা শ্রমিক ইত্যাদি।
সিজনাল কোঠায় শ্রমিকদের ভিসার মেয়াদ থাকে ৯ মাস।৯ মাস পর সিজনাল শ্রমিকরা বাধ্যতামূলক দেশে চলে আসতে হয়। কোন শ্রমিক যদি দেশে চলে না আসে তাকে অবৈধ অধিবাসী হিসেবে গণনা করা হয়। এবং তারা দেশটিতে অবৈধ ভাবে বসবাস করে। ধরা পড়লে দেশটির আইনে কঠোর শাস্তি দেওয়া হয়।
Develop Skills Online From Novice to Expert: How an Online Master Class Can Transform Your Career”
সিজনাল ভিসায় ইতালি যাওয়ার পর অধিকাংশ শ্রমিক সঠিক সময়ে ফিরে না যাওয়ার অপরাধে ইতালি সরকার বাংলাদেশের শ্রমিকদের প্রায় ৯ বছর নিষিদ্ধ করে রেখেছিল। এই নিষেধাজ্ঞা গত বছর থেকে তুলে নেওয়া হয়েছে।
যে শ্রমিকরা সিজনাল ভিসায় ইতালিতে কাজ করে নির্দিষ্ট সময় পর নিজ দেশে ফিরে যায় পরবর্তী সময়ে কাজের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হয়। এবং এক সময়ে তারা ইতালিতে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করার সুযোগ পান। এ বছর ৬ হাজার ৬০০ জন এই শ্রেণীতে স্থায়ী ভাবে বসবাসের আবেদন করতে পারবেন।
ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস 2022 সালের ICC পুরুষদের টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন
নিয়োগের ক্ষেত্রে নিয়োগদাতার বার্ষিক আয় -ব্যয়, কর, ক্রয় ভাউচার, শ্রমিকের থাকার জায়গাসহ বেশ কিছু বিষয় দেখে ইতালি সরকার।শ্রমিকের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি এবং দক্ষ শ্রমিকের ক্ষেত্রে দক্ষতার সনদ দরকার হয়।
বিগত বছরগুলোতে কোন দেশ থেকে কত জন শ্রমিক যেতে পারবে দেশটিতে চাপ বেঁধে দেওয়া হলেও এবার কোন নির্দিষ্ট কোটা বেদে দেওয়া হয়নি।
তবে, এ বছর আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে নতুন একটা শর্ত দেওয়া হয়েছে। সেটি হলো, নিয়োগদাতাকে প্রথমে শ্রমিকের চাহিদা জানিয়ে কর্মসংস্থান দপ্তরে আবেদন করতে হবে। তারা শ্রমিক সরবরাহ করতে অপারগ হলে একটা সনদ দেবে, যার ভিত্তিতে বিদেশ থেকে শ্রমিক নেওয়ার আবেদন করা যাবে।
আবেদন গ্রহণযোগ্য হলে জনপ্রশাসন অফিস থেকে নুল্লা ওয়াস্তা বা ভিসার অনুমোদনপত্র দেওয়া হবে। এটি নিজ দেশের ইতালিয় দূতাবাসে জমা দিয়ে ভিসা সংগ্রহ করতে হয়।অনলাইনে করা আবেদন যাচাই-বাছাই করে ভিসার অনুমোদনপত্র আসতে প্রায় ৬ মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।
সূত্র: দ্য ডেইলি স্টার
আইএ/ ১৫ মার্চ ২০২৩
Develop Skills Online From Novice to Expert: How an Online Master Class Can Transform Your Career”
The Father of her 60th child, wants more children Begum
ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস 2022 সালের ICC পুরুষদের টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন
বাংলাদেশে করোনার নতুন ধরণ সনাক্ত
বিএনপি মহাসচিব ফখরুল এবং আব্বাস ফের জামিন চান
তরুণদের পরামর্শ দেওয়ার বিষয়ে রসিকতা করছেন শাহরুখ খান
মেট্রোরেল নতুন করে আরো ৬ লাইনের পরিকল্পনা : ওবায়দুল কাদের
লাখো জনতার উপস্থিতিতে রংপুর বিভাগীয় বিএনপির সমাবেশ
ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না আওয়ামী লীগ – মির্জা ফখরুল
Develop Skills Online From Novice to Expert: How an Online Master Class Can Transform Your Career”
Leave a Reply