নাফ নদীতে ২যুবকের লাশ
নাফ নদীতে ২যুবকের লাশ ,কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার নাফ নদ দিয়ে ভেসে আসা অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশ দুটি মিয়ানমার থেকে ভেসে এসেছে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে টেকনাফ পৌরসভার কায়ুখালী খাল থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ।সোমবার রাতে সাবরাং ইউনিয়নের নাফ নদের পাড়ের কেওড়া বাগান থেকে আরেকটি লাশ উদ্ধার করা হয়। অর্ধগলিত হওয়ার কারণে লাশের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, এলাকাবাসীর খবর পেয়ে টেকনাফ পৌরসভা ও সাবরাং এলাকার নাফ নদের তীরে কেওড়া বাগান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। অর্ধগলিত হওয়ায় কারণে লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে লাশগুলো মিয়ানমার থেকে ভেসে আসছে বলে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তবে তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
Leave a Reply